সংশ্লিষ্ট পত্রিকাকে ক্ষমা চাওয়ার দাবি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক এক চিকিৎসককে বিয়ে করেছেন মর্মে প্রকাশিত খবরকে হালকাভাবে নেয়নি সরকার। সংশ্লিষ্ট পত্রিকাকে এ খবর প্রত্যাহার বা এমন খবর প্রকাশের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সরকার।
পাকিস্তান সরকার মার্ক সেইগাল ও জং পত্রিকাকে প্রকাশিত সংবাদ প্রত্যাহার কিংবা সংবাদ সম্পর্কে ক্ষমা চাওয়ার কথা বলেছে। অন্যথায় ১০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করা হবে বলে ঘোষণা দেয়। ক্ষতিপূরণের অর্থ বন্যাদুর্গত মানুষকে দান করা হবে বলেও জানানো হয়।
সম্প্রতি ইন্টারনেট ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট জারদারি তানভির জামানি (৪০) নামের ওই চিকিৎসককে বিয়ে করেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ খবর প্রত্যাখ্যান করা হয় এবং এ ধরনের খবরের নিন্দা জানানো হয়। এ ছাড়া তানভির জামানিও এই খবর সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।

No comments

Powered by Blogger.