আলোচনা- উইকিলিকসঃ জুলিয়ান অ্যাসাঞ্জের ত্রিমুখী সংগ্রাম by মশিউল আলম

কসঙ্গে তিন ফ্রন্টে আক্রমণ শুরু হয়েছে উইকিলিকস ও জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে। এক. অব্যাহত হত্যা-অপহরণের হুমকি ও উসকানির মধ্যে সুইডেনে তথাকথিত যৌন অপরাধের অভিযোগে তাঁকে লন্ডনে গ্রেপ্তার করা হয়েছে। দুই. পৃথিবীর কোনো স্থান থেকেই যেন উইকিলিকস ওয়েবসাইটে ঢোকা না যায়, অর্থাৎ তথ্যমহাসড়ক থেকে উইকিলিকসকে সম্পূর্ণ বিতাড়ন করার সর্বাত্মক চেষ্টা চলছে। তিন. উইকিলিকসের অর্থায়নের সব উপায় ও অ্যাসাঞ্জের আর্থিক লেনদেন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার তৎপরতা প্রবল হয়ে উঠেছে। ২৮ নভেম্বর উইকিলিকস মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নথিপত্র প্রকাশ করার সঙ্গে সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা টম ফ্ল্যানাগান সিবিসি টেলিভিশনে বলেন,
জুলিয়ান অ্যাসাঞ্জকে হত্যা করা উচিত। এ জন্য ওবামা প্রশাসনের উচিত খুনি ভাড়া করা অথবা ড্রোন ব্যবহার করা। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেত্রী সারাহ পেলিন বলেছেন, আল-কায়েদা আর তালেবান সন্ত্রাসীদের ধরার জন্য আমেরিকা যেভাবে অভিযান চালায়, অ্যাসাঞ্জকে পাকড়াও করতে তেমন অভিযান শুরু করা উচিত। মার্কিন রক্ষণশীল রাজনীতি-বিশ্লেষক ও দি উইকলি স্ট্যান্ডার্ড সাপ্তাহিকের সম্পাদক বিল ক্রিস্টল লিখেছেন, ওবামা প্রশাসন যেন অ্যাসাঞ্জকে অপহরণ বা হত্যা করার কথা ভেবে দেখে। মার্কিন কংগ্রেসের সাবেক স্পিকার নিউইট গ্রিনগ্রিচ বলেছেন, অ্যাসাঞ্জ আমেরিকার শত্রুসেনা। শত্রুসেনাদের সঙ্গে যে রকম ব্যবহার করতে হয়, অ্যাসাঞ্জের সঙ্গেও তা-ই করা দরকার। বর্ষীয়ান রিপাবলিকান সিনেটর মাইক হিউক্যাবি বলেছেন, মৃত্যুদণ্ড ছাড়া অন্য যেকোনো শাস্তি হবে অ্যাসাঞ্জের জন্য লঘু দণ্ড। মার্কিন সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল এনবিসি টিভির মিট দ্য প্রেস অনুষ্ঠানে জুলিয়ান অ্যাসাঞ্জকে একজন ‘হাইটেক টেররিস্ট’ আখ্যা দিয়ে বলেছেন, তিনি আশা করছেন, অ্যাসাঞ্জের বিচার করা হবে। মার্কিন কর্তৃপক্ষ অ্যাসাঞ্জের বিরুদ্ধে সে দেশের গুপ্তচরবৃত্তি-সংক্রান্ত আইন বা স্পাইয়োনেজ অ্যাক্টের অধীনে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। অ্যাসাঞ্জ স্পেনের এল পাইস পত্রিকার সঙ্গে এক অনলাইন সাক্ষাৎকারে জানিয়েছেন, মার্কিন ‘মিলিটারি মিলিট্যান্টদের’ কাছ থেকে তিনি হত্যার হুমকি পাচ্ছেন শত শত; শুধু তাঁকেই নয়, তাঁর ছেলে ও আইনজীবীদেরও নানা রকম হুমকি দেওয়া হচ্ছে। অ্যাসাঞ্জের ব্রিটিশ আইনজীবীরা গার্ডিয়ান পত্রিকাকে জানিয়েছেন, তাঁদের পেছনে গোয়েন্দা লেলিয়ে দেওয়া হয়েছে; গোয়েন্দারা সব সময় তাঁদের অনুসরণ করছেন। কিন্তু হত্যা, অপহরণ, বিচারের এসব হুমকিতে অ্যাসাঞ্জ মোটেও ঘাবড়াননি। এল পাইস পত্রিকাকে তিনি বলেছেন, এর আগে ইসলামি সন্ত্রাসবাদী আর আফ্রিকার দুর্নীতিবাজ সরকারগুলোর কাছ থেকে তিনি হত্যার হুমকি পেয়েছেন অজস্রবার।
তবে সুইডিশ কর্তৃপক্ষ যৌন অপরাধের অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর ইন্টারপোলকে দিয়ে তাঁকে গ্রেপ্তার করানোর যে তৎপরতা কদিন ধরে চলল, তাতে তিনি একটু মুশকিলেই পড়েছেন। তিনি মনে করেন, সুইডেনকে তাঁর পেছনে লেলিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তাঁকে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে ব্রিটেনে। যদিও ব্রিটিশ কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি, সুইডেনের অভিযোগের কারণে ব্রিটিশ পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। গতকাল মঙ্গলবার লন্ডনে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। একদিন আগেই তাঁর আইনজীবীরা গার্ডিয়ানকে জানিয়েছিলেন, তিনি পুলিশের মুখোমুখি হবেন। এখন, গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে একটি ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে তাঁর জামিনের আবেদন করার কথা। অ্যাসাঞ্জ তা-ই করবেন, এ সিদ্ধান্ত দুই দিন আগেই নিয়েছেন, সে জন্য সমর্থকদের জামিনদার হওয়ার আহ্বানও জানিয়েছেন। আদালত তাঁর জামিন মঞ্জুর করতে পারেন, না-ও পারেন; উভয় ক্ষেত্রে তাঁকে সুইডিশ কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণ মামলার শুনানির জন্য ২৮ দিন সময় থাকবে।
উইকিলিকসকে নিয়ে কারিগরি চ্যালেঞ্জটা কঠিন। যে প্রযুক্তির সাহায্যে এই হাটে-হাঁড়ি-ভাঙা ওয়েবসাইটটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ দেখতে-পড়তে পারে, তার প্রধান অবকাঠামো অ্যাসাঞ্জের হাতে নেই। ওয়েব হোস্টিং কোম্পানিগুলোকে টাকা দিয়ে উইকিলিকস অনলাইনে সচল থাকে। আমেরিকায় প্রথমে আমাজন কোম্পানি উইকিলিকস বন্ধ করে দিয়েছে, তারপর বন্ধ করেছে এভরিডিএনএস কোম্পানিটি। কিন্তু যুক্তরাষ্ট্রে উইকিলিকস এখনো বন্ধ হয়নি। ‘উইকিলিকস ডট সিএইচ’ ওয়েব ঠিকানার মাধ্যমে ওয়েবসাইটটির অধিকাংশ ট্রাফিক চালু আছে। এটি নিয়ন্ত্রণ করছে সুইজারল্যান্ডের ‘পাইরেট পার্টি’ নামের এক ওয়েব হোস্টিং কোম্পানি। গত রোববার তারা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, প্রতি সেকেন্ডে তিন হাজার মানুষ উইকিলিকসের ওয়েবসাইট ভিজিট করছে। ফ্রান্সে যে হোস্টিং কোম্পানি উইকিলিকস হোস্টিং করে, সেটিও তাদের মূল সার্ভার গত রোববার বন্ধ করেছে। তার আগে দেশটির শিল্পমন্ত্রী কঠোর ভাষায় বলেন, যে ওয়েবসাইট গোপনীয় কূটনৈতিক সম্পর্কের রীতিগুলো ভঙ্গ করেছে, সেটিকে হোস্টিং সার্ভিস দেওয়া অগ্রহণযোগ্য। ফ্রান্সে এখন ওয়েবসাইটটি চালু আছে একটি সুইডিশ সার্ভারের মাধ্যমে। ‘পাইরেট পার্টি’র ভাইস প্রেসিডেন্ট বলেছেন, সুইডিশ সার্ভারটিও যদি বন্ধ করা হয়, তবু কোনো ফায়দা হবে না। উইকিলিকসের ভক্ত-অনুরাগীরা নিজেদের সার্ভারে উইকিলিকসের অজস্র ‘মিরর’ তৈরি করছে। ফলে উইকিলিকস যদি নিজের মূল সাইটটি কখনো হারায়ও এবং পৃথিবীর সব দেশের সব সরকার মিলেও যদি ইন্টারনেট থেকে উইকিলিকসের নথিগুলো সরিয়ে ফেলার চেষ্টা করে, পারবে না। সবখানে উইকিলিকসের অজস্র কপি আছে।
কিন্তু অ্যাসাঞ্জের জন্য বড় সমস্যা দেখা দিয়েছে আর্থিক ক্ষেত্র। উইকিলিকস কোনো বাণিজ্যিক ওয়েবসাইট নয়, এতে কোনো বিজ্ঞাপন প্রকাশিত হয় না। এর খরচ চলে ভক্ত-অনুরাগীদের চাঁদার টাকায়। ‘পেপল’ নামে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পেমেন্ট সার্ভিস প্রোভাইডার কোম্পানির মাধ্যমে ভক্তরা উইকিলিকসে চাঁদার অর্থ পাঠায়। কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের চাপে পেপল উইকিলিকসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। ফলে ওয়েবসাইটটির অর্থাগমের প্রধান পথটিই বন্ধ হয়ে গেছে। তার ওপর গত সোমবার সুইস ব্যাংক অ্যাসাঞ্জের ব্যক্তিগত নামের অ্যাকাউন্টটিও জব্দ করেছে। এটা ঘটতে পারে আন্দাজ করে অ্যাসাঞ্জ অবশ্য সুইজারল্যান্ডের পোস্টাল বিভাগের বাণিজ্যিক শাখা সুইসপোস্টে নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলেছিলেন। কিন্তু একই দিনে সুইসপোস্টও সেই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। তারা বলছে, অ্যাকাউন্টটি খোলার সময় অ্যাসাঞ্জ তাঁর ‘প্লেস অব রেসিডেন্স’ হিসেবে যে তথ্য দিয়েছিলেন, তা সঠিক নয়। ‘মাস্টারকার্ড’ও উইকিলিকসকে আর কোনো সার্ভিস দেবে না বলে ঘোষণা করেছে। অ্যাসাঞ্জ এখন ব্যবহার করছেন সুইজারল্যান্ড-আইসল্যান্ডের একটি ক্রেডিট কার্ড প্রসেসিং সেন্টার এবং আইসল্যান্ড ও জার্মানির বিভিন্ন আর্থিক লেনদেনব্যবস্থা। সুইসপোস্টের অ্যাকাউন্ট হোল্ডার হতে হলে সেই দেশে বাসস্থান, সম্পত্তি বা ব্যবসায়িক কর্মকাণ্ড থাকতে হয়। কিন্তু সুইজারল্যান্ডে অ্যাসাঞ্জের কোনো বাসস্থান নেই। মূলত এ কারণেই তিনি সুইজারল্যান্ডে আশ্রয় গ্রহণের আবেদন করবেন বলে শোনা যাচ্ছে। কিন্তু সুইজারল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, অ্যাসাঞ্জকে আশ্রয় দেওয়ার ব্যাপারে সুইজারল্যান্ডের উচিত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া। মহাপরাক্রমশালী বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের চাপ অগ্রাহ্য করে ‘নিরপেক্ষ’ সুইজারল্যান্ড জুলিয়ান অ্যাসাঞ্জকে আশ্রয় দেবে কি না, বলা কঠিন। ওদিকে ব্রিটেনে জামিন না পেলে তাঁকে সুইডেনে পাঠানো হবে। অ্যাসাঞ্জের ধারণা, তিনি সেখানে ন্যায়বিচার পাবেন না। তাঁর এমন ধারণা সৃষ্টি হওয়ার কারণ, সুইডিশ পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে, তিনি নিজেও তাতে রাজি ছিলেন, কিন্তু এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইন্টারপোলের রেডলিস্টে তাঁর নাম লেখানো হয়েছে। সুইডেনের মতো দেশে এটা নজিরবিহীন ঘটনা। যুক্তরাষ্ট্রের চাপেই যে সুইডিশ কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে এসব করছে, এ ব্যাপারে তিনি নিশ্চিত। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি, কিন্তু দেশটির অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার সোমবার বলেছেন, উইকিলিকসের অবসান ঘটানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
অ্যাসাঞ্জের বিরুদ্ধে বিশ্বের মহাক্ষমতাধর শক্তিগুলোর সংঘবদ্ধ আক্রমণ দেখতে পাচ্ছি বিশ্বজনমত, বিশেষ করে যুবসমাজ রয়েছে অ্যাসাঞ্জের পক্ষে। পেপল উইকিলিকসের অ্যাকাউন্ট ফ্রিজ করলে ওয়েবসাইটটিতে চাঁদা পাঠানোর প্রধান পথটি বন্ধ হয়ে যাওয়ার পর ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা অনলাইন সংস্করণে একটা জনমত জরিপ শুরু করেছে। তারা পাঠকদের উদ্দেশে প্রশ্ন রেখেছে: সম্ভব হলে (কারিগরিভাবে) আপনি কি উইকিলিকসকে চাঁদা দেবেন? দেখা যাচ্ছে, ব্যাপক সাড়া। প্রথমজন হ্যাঁ ভোট দিয়ে লিখেছেন, ‘চাঁদা দেবেন জিজ্ঞেস করছেন কেন? বলুন, চাঁদা দিন! আমি দিয়েছি। উইকিলিকসকে চাঁদার টাকা পাঠানোর হাজারটা পথ এখনো খোলা আছে!’ এই পাঠক আরও ১৬২ জনের কাছে সুপারিশ পাঠিয়েছেন উইকিলিকসের পক্ষে ভোট ও চাঁদা দেওয়ার জন্য। পেপল উইকিলিকসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, এর প্রতিবাদে অনেকে ‘ফাক পেপল’ লিখে নিজের অ্যাকাউন্ট প্রত্যাহার করে নিয়েছেন এবং অন্যদেরও তা করতে বলেছেন। একইভাবে আমাজন উইকিলিকস বন্ধ করে দিয়েছে বলে অনেকে আমাজনকে বয়কট করার আহ্বান জানিয়েছেন। অনেকে লিখেছেন, ‘উইকিলিকস থাকবে, আমরা টাকা পাঠাব।’ কী কী পদ্ধতিতে চাঁদার টাকা পাঠাতে হবে, তাও অন্যদের বাতলে দিয়েছেন অনেকে। কেউ লিখেছেন, উইকিলিকস বন্ধ করা নয়, আমেরিকাসহ যেসব অশুভ স্বৈরশক্তি উইকিলিকসের পেছনে লেগেছে, তাদেরই বাতিল করে দেওয়া উচিত।
জুলিয়ান অ্যাসাঞ্জ যে ত্রিমুখী আক্রমণের মুখে পড়েছেন, তার পরিণতি দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। তাঁকে পছন্দ করেন, কিন্তু তাঁর বহুমুখী বিপদ দেখে একটু হতাশ বোধ করছেন, এমন কেউ কেউ আগেভাগেই তাঁকে ‘সাইবার মার্টার’ বা সাইবার শহীদ বলা শুরু করেছেন। আবার আমেরিকায় পাবলিক জার্নালিজমের প্রবল প্রবক্তা, হোয়াই জার্নালিস্টস আর ফর? গ্রন্থের খ্যাতিমান লেখক জে রোজেন, যিনি মনে করেন, গণতন্ত্রের ওয়াচডগ হিসেবে প্রথাগত সংবাদমাধ্যমের মৃত্যু হয়েছে। তিনি বলেছেন, মৃত প্রেসের জায়গায় আমরা পেয়েছি উইকিলিকস। তাঁর মতো অন্য অনেকে বলছেন, বিশ্বজুড়ে উইকিলিকস একটা নয়, শত শত, হাজার হাজার, এমনকি লাখ লাখ! তথ্যের ওপর একচেটিয়া অধিকারের দিন শেষ হয়েছে। আমরা সাংবাদিকতার ‘উইকিলিকস যুগে’ আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলাম।
=========================
মুক্তিযুদ্ধ- মুজিব বললেনঃ তোমাদের এখনই ঢাকা ত্যাগ করা উচিত  আলোচনা- ডিজিটাল-প্র্রযুক্তিই মানুষকে আরও বেশি মানবিক করে!  খবর- সংরক্ষিত বনে শুঁটকিপল্লি  ট্রেনের ওপর ট্রেন  সংকেত অমান্য, দুই ট্রেনের সংঘর্ষ  আলোচনা- রবীন্দ্রনাথের কৃষি ও পল্লী উন্নয়ন ভাবনা  আলোচনা- 'ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ঠাঁয় নেই দরিদ্রর উচ্চ শিক্ষা  বিশেষ আলোচনা- ফিরে দেখা গঙ্গা চুক্তি  আলোচনা- 'সংসদ বর্জনের অপসংস্কৃতি বন্ধ হোক'  আলোচনা- 'উইকিলিকসে বাংলাদেশ, তারপর?  আলোচনা- 'ওয়াংগালাঃ গারোদের জাতীয় উৎসব'  স্মরণ- 'বাঘা যতীনঃ অগ্নিযুগের মহানায়ক'  খবর, কালের কণ্ঠের- আগেই ধ্বংস মহাস্থানগঃ হাইকোর্টের নির্দেশে কাজ বন্ধ  কেয়ার্নের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তির পেছনেও জ্বালানি উপদেষ্টা  উইকিলিকস জুলিয়ান অ্যাসাঞ্জের আত্মসমর্পণ  সবুজ মাঠ পেরিয়ে  আলোচনা- 'আরো অনুদানের টাকা সরিয়েছিলেন ইউনূস'  আলোচনা- 'একটি 'উজ্জ্বল ভাবমূর্তির' এভারেস্ট থেকে পতন  গল্পালোচনা- 'আসি আসি করে আশিতে আসবে!'  রাষ্ট্র ও রাজনীতিঃ সবুজ মাঠ পেরিয়ে  স্মরণ- 'রবীন্দ্রনাথ—সার্ধশত জন্মবার্ষিকীতে'  স্মরণ- 'জননেতা দেওয়ান ফরিদ গাজী'  আলোচনা- 'প্রধানমন্ত্রীর জাপান সফর ও দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন পর্যায়'  আলোচনা- 'কর্মপরিবেশঃ স্বর্গে তৈরি'  গল্পালোচনা- ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া...’  আন্তর্জাতিক- উইকিলিকসঃ হাটে হাঁড়ি ভাঙা জুলিয়ান অ্যাসাঞ্জ  গল্পসল্প- ওরা ধান কুড়ানির দল  শিক্ষা- আদিবাসী পাহাড়ে বিশ্ববিদ্যালয় চাই  জঙ্গি ও সন্ত্রাসীদের অর্থের মূল উৎস সৌদি আরব  রাজনৈতিক আলোচনা- এমন বন্ধু থাকলে...  শিল্প-অর্থনীতি শেয়ারবাজারের সুন্দরী প্রতিযোগিতা-তত্ত্ব  সাক্ষাৎকার- খাদ্যনিরাপত্তার জন্য বিকল্প উপায় খুঁজতা হবে  খবর, প্রথম আলোর-  দলীয় স্বার্থ বড় করে দেখবেন না  মার্কিন কূটনীতিকদের গোপন তারবার্তাঃ পাকিস্তানে জঙ্গি নির্মূলে ১০-১৫ বছর লাগবে


দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
লেখকঃ মশিউল আলম
সাংবাদিক


এই আলোচনা'টি পড়া হয়েছে...
free counters

No comments

Powered by Blogger.