নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বর্জন করছে ১৯ রাষ্ট্র

চীনসহ অপর ১৮টি রাষ্ট্র আগামী শুক্রবার নরওয়েতে অনুষ্ঠেয় নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বর্জন করছে। নরওয়ের নোবেল কমিটি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। চীনের ভিন্নমতাবলম্বী রাজনৈতিক বন্দী লিউ সিয়াওবোকে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার প্রতিবাদে দেশগুলো পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না।
বিবৃতিতে বলা হয়,অনুষ্ঠান বর্জনকারী দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া, কাজাখস্তান, কলম্বিয়া, তিউনিশিয়া, সৌদি আরব, পাকিস্তান, সার্বিয়া, ইরাক, ইরান, ভিয়েতনাম, আফগানিস্তান, ভেনেজুয়েলা, ফিলিপাইন, মিসর, সুদান, ইউক্রেন, কিউবা ও মরক্কো। শ্রীলঙ্কা ও আলজেরিয়া এ ব্যাপারে কোনো অভিমত ব্যক্ত করেনি। তবে ৪৪টি দেশ অনুষ্ঠানে যোগ দেবে ।
নোবেল কমিটি সিয়াওবোকে চীনের মানবাধিকার-সংগ্রামের প্রধান প্রতীক হিসেবে অভিহিত করেছে।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং লিউ জানান, লিউ সিয়াওবোর ব্যাপারে চীনের অবস্থানকে ১০০টিরও বেশি দেশ সমর্থন দিয়েছে।

No comments

Powered by Blogger.