বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে কুয়েত আগ্রহী

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেছে কুয়েত। গতকাল মঙ্গলবার বাংলাদেশে নবনিযুক্ত কুয়েতি রাষ্ট্রদূত ইব্রাহিম আল যুফাইরি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে নিজের পরিচয়ত্র পেশ করে এ কথা বলেন।
কুয়েতি রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে কুয়েত বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী। গুরুত্বপূর্ণ খাত চিহ্নিত করতে আমাদের বাণিজ্যমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন।’
রাষ্ট্রপতি এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে মানসম্মত তৈরি পোশাক সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, সিরামিকস, ওষুধ এবং চামড়া ও চামড়াজাত পণ্য আমদানি করতে কুয়েতের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বাংলাদেশের জনশক্তির জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি শ্রমিক এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাঁচ হাজার সদস্য কুয়েতে কর্মরত রয়েছেন।

No comments

Powered by Blogger.