উইকিলিকসের ফাঁস করা তথ্যের সত্যতা নিয়ে সন্দিহান কারজাই

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক তথ্যের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। গতকাল শনিবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এই সন্দেহ প্রকাশ করেন। এ সময় সফররত পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁর সঙ্গে ছিলেন।
উইকিলিকসের ফাঁস করা তথ্যে উল্লেখ রয়েছে, ‘মার্কিন কূটনীতিকেরা বলেছেন, কারজাইয়ের একজন সহযোগী সুটকেসে করে পাঁচ কোটি ২০ লাখ ডলার দেশ থেকে সরিয়েছেন।’
এই তথ্যের সত্যতা নাকচ করে দিয়ে কারজাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা প্রতিদিন আমাদের সঙ্গে আলোচনা করছেন। প্রতিদিন তাঁরা এসে আমাদের কাছে এসে এ ব্যাপারে উদাহরণ তুলে ধরছেন। এমনকি পাঁচ হাজার ডলারের কোনো দুর্নীতির ঘটনা ঘটলেও তাঁরা এ বিষয়ে বলছেন। সে ক্ষেত্রে পাঁচ কোটি ২০ লাখ ডলার পাচারের মতো বড় ধরনের ঘটনার কথা তাঁরা বলবেন না কেন? একারণেই এসব তথ্যের সত্যতার ব্যাপারে আমার সন্দেহ আছে।’

No comments

Powered by Blogger.