যুক্তরাষ্ট্রে নভেম্বরে বেকারত্বের হার সর্বোচ্চে

যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়েই চলেছে। গত নভেম্বর মাসে দেশটিতে বেকারত্বের হার সর্বোচ্চ হারে বেড়েছে। এ হার আট দশমিক নয় শতাংশ। গত সাত মাসের মধ্যে এ হার ছিল সর্বোচ্চ। খবর বিবিসি অনলাইনের।
যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ বলেছে, বেকারত্বের হার বেড়ে যাওয়ায় মন্দা-পরবর্তী অর্থনীতির পুনরুদ্ধার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে বেকারত্বের এ হার প্রকাশিত হওয়ার পরপরই শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটে। নভেম্বর মাসে নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে ৩৯ হাজার। কিন্তু অক্টোবরে নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছিল এক লাখ ৭২ হাজার।
এদিকে বেকারত্বের উচ্চ হার যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বাজে প্রভাব সৃষ্টি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকেরা।

No comments

Powered by Blogger.