ট্রটের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনেও ইংলিশ আধিপত্য

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে ২৮৬ রানেই ইংল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়ে আবার লড়াইয়ে ফেরার স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। কিন্তু অসিদের সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে দেননি জনাথন ট্রট আর ম্যাট প্রিয়র। বরং ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আরও একটা দিন অস্ট্রেলিয়াকে হতাশায় ডুবিয়েছেন এ দুই ব্যাটসম্যান। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করে ট্রট অপরাজিত আছেন ১৪১ রানে। আর ৭৫ রান করে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির আশা জিইয়ে রেখেছেন প্রিয়র। দিন শেষে ইংল্যান্ড স্কোরবোর্ডে যুক্ত হয়েছে ৪৪৪ রান।
আজ অস্ট্রেলিয়ার পক্ষে সূচনাটা ভালোই করেছিলেন পিটার সিডল। আগের দিনের সঙ্গে মাত্র দুই রান যোগ করেই ফিরে গেছেন অ্যালিস্টার কুক (৮২)। কয়েক ওভার পর ইংল্যান্ডের অধিনায়ক স্ট্রাউসকেও (৬৯) ফিরিয়েছেন সিডল। তৃতীয় উইকেট জুটিতে আবার অস্ট্রেলিয়াকে হতাশায় ডোবাচ্ছিলেন কেভিন পিটারসন আর জনাথন ট্রট। ৩১ ওভার উইকেটে থেকে ৯১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছিলেন এ দুই ব্যাটসম্যান। বহু সাধ্য-সাধনার পর আবার সিডলই ভাঙেন এ জুটি। ক্যারিয়ারের ২১তম অর্ধশতক পূর্ণ করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কেভিনসন। এরপর পল কলিংউড আর ইয়ান বেলকে খুব বেশিক্ষণ টিকতে দেননি মিচেল জনসন। বিপজ্জনক হয়ে ওঠার আগেই সাজঘরমুখী করেছেন তাঁদের। এ দুটি উইকেটের পেছনেও আছে সিডলের অবদান। জনসনের বলে দুই ইংলিশ ব্যাটসম্যানই বন্দী হয়েছেন সিডলের হাতে। সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড (প্রথম ইনিংস)—৪৪৪/৫; জনাথন ট্রট ১৪১*, অ্যালিস্টার কুক ৮২, ম্যাট প্রিয়র ৭৫*;
পিটার সিডল ২৬-৮-৫৮-৩, মিচেল জনসন ২৫-২-১০৩-২
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)—৯৮
দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড ৩৪৬ রানে এগিয়ে
তথ্যসূত্র: রয়টার্স, ক্রিকইনফো।

No comments

Powered by Blogger.