আগামী ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র সফর করবেন হু জিনতাও

চীনের প্রেসিডেন্ট হু জিনতাও আগামী ১৯ জানুয়ারি সরকারি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এ সময় তিনি হোয়াইট হাউসে নৈশভোজে অংশ নেবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি রবার্ট গিবস গত বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে গিবস জানান, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে হুর এ সফর হোয়াইট হাউস ইতিবাচক হিসেবে দেখছে। এ দুটি দেশই তাদের অর্থনৈতিক বৈষম্য দূর ও কোরীয় উপদ্বীপের উত্তেজনা প্রশমনের চেষ্টা চালাচ্ছে। উত্তর কোরিয়া ও ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে অবরোধ আরোপের মতো বিভিন্ন বিষয়ে একটি অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করতে উভয় পক্ষ প্রচেষ্টা চালানো সত্ত্বেও ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সময় এ সফরে যাচ্ছেন হু।
গিবসের বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রেসিডেন্ট হুর এ সফর দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরবে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অংশীদারি গড়ে তোলা অব্যাহত রাখতে ওবামা ওয়াশিংটনে প্রেসিডেন্ট হুকে স্বাগত জানানোর প্রতীক্ষায় রয়েছেন।
গত বছরের নভেম্বরে ওবামা বেইজিং সফর করেন।

No comments

Powered by Blogger.