চিলির কারাগারে অগ্নিকাণ্ডে ৮১ বন্দীর প্রাণহানি

চিলির রাজধানী সান্তিয়াগোর একটি কারাগারে গতকাল বুধবার অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৮১ জন বন্দীর মৃত্যু হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় বিকেল পাঁচটা ৩০ মিনিটে সান মিগুয়েল কারাগারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রতিদ্বন্দ্বী দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের সময় একটি তোশকে আগুন লাগানো হয়। পরে আগুন গোটা কারাগারে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৮১ জন বন্দী নিহত ও আরও ১৯ জন বন্দী আহত হয়েছে। আহত কয়েকজন বন্দীর অবস্থা গুরুতর।
বিবিসির এক প্রতিবেদক জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বন্দীদের আত্মীয়-স্বজনেরা কারাগারের আশপাশে ভিড় করায় বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি জানান, ৭০০ বন্দীর ধারণক্ষমতাসম্পন্ন কারাগারটিতে এক হাজার ৯০০ বন্দীকে আটক রাখা হয়েছিল।

No comments

Powered by Blogger.