পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ফুজিমোরির মেয়ে

পেরুর কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির মেয়ে কিকো ফুজিমোরি গত মঙ্গলবার দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের কথা ঘোষণা করেছেন। আগামী বছরের ১০ এপ্রিল মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনমত জরিপ অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী হিসেবে কিকো সামনের সারিতে রয়েছেন।
গত মঙ্গলবার নিজ দল ফুয়েরজা পার্টির এক সমাবেশে কিকো ফুজিমোরি বলেন, ‘এ নির্বাচনে আমাদের অঙ্গীকার হচ্ছে, পেরুর সব মানুষের জন্য কাজ করা। তবে গরিব লোকজন বেশি অগ্রাধিকার পাবে।’ তিনি আরও বলেন, ‘আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হই, তাহলে সরকারের প্রাসাদে বসে কাজ করব না। কাজ করব দরিদ্র জনগোষ্ঠীর এলাকা থেকে। এ জন্য এসব এলাকা আমি সফর করছি।’
আলবার্তো ফুজিমোরির চার সন্তানের মধ্যে কিকো বড়। ২০০৬ সালের পার্লামেন্ট নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হন। কিছু বিশ্লেষক মনে করেন, বাবার নেতিবাচক ভাবমূর্তি তাঁর রাজনৈতিক জীবনে প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, দুর্নীতির দায়ে আলবার্তো ফুজিমোরি বর্তমানে কারাভোগ করছেন।

No comments

Powered by Blogger.