এ রাজার দুই বাড়িতে তল্লাশি

দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা ভারতের সাবেক কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী এ রাজার দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।
গতকাল বুধবার সকালে রাজার নয়াদিল্লি ও চেন্নাইয়ের বাসভবনে এই তল্লাশি চলে। একই সঙ্গে রাজার ঘনিষ্ঠ আরও চারজন বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালে বেশ কিছু নথি জব্দ করেন সিবিআইয়ের কর্মকর্তারা।
রাজার বাসভবনে সিবিআইয়ের তল্লাশির ঘটনার পর বিরোধী দলগুলোর পক্ষ থেকে তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের জোরালো দাবি ওঠে। তাঁর বিরুদ্ধে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের লাইসেন্স বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। এর জের ধরে এ রাজা গত ১৪ নভেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
ক্ষমতাসীন জোট ইউপিএ বিরোধী শিবির বিজেপি, সিপিএম, সিপিআইসহ ১১টি বিরোধী দল পার্লামেন্টের উভয় কক্ষে গতকাল রাজার বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানান।

No comments

Powered by Blogger.