পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ডেনিশ সহায়তা

বাংলাদেশের নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সহায়তা দিচ্ছে ডেনমার্ক। এ জন্য তারা আগামী ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে বাংলাদেশকে তিন কোটি ৫৭ রাখ ৬০ হাজার মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে। ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন সেক্টরের (ডব্লিউএসএসএস) তৃতীয় দফা কর্মসূচির আওতায় এ অনুদান দেওয়া হবে। এ প্রকল্পটি বাস্তবায়ন করবে এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগ। গতকাল বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ইআরডি সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং বাংলাদেশে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত সেভন্ড ওল্লিং এ চুক্তিতে স্বাক্ষর করেন।

No comments

Powered by Blogger.