যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ফের সুড়ঙ্গের সন্ধান

যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্তে আধা মাইল দীর্ঘ একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। ওই সুড়ঙ্গ থেকে ২০ টনেরও বেশি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আটজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের তিনজন মার্কিন নাগরিক।মার্কিন সীমান্ত বাহিনীর কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সান ডিয়েগোর ওটে মেসা বাণিজ্যিক এলাকায় একটি গুদামের সামনে তারা একটি ট্রাক্টর দেখতে পান। পরে ট্রাক্টরের গতিবিধি অনুসরণ করে ওই সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। এ সময় সুড়ঙ্গ থেকে ২৬ হাজার ৬০০ পাউন্ড গাঁজা উদ্ধার করা হয়। ওটে মেসায় সুড়ঙ্গের দুটি প্রবেশ পথ রয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়। এ ছাড়া মেক্সিকোর টিজুয়ানায় ওই সুড়ঙ্গের আরেকটি প্রবেশ পথের সন্ধান পাওয়া যায়। মেক্সিকোর নিরাপত্তাবাহিনী সুড়ঙ্গের কাছে একটি খামার থেকে চার টন গাঁজা উদ্ধার করে। এ ছাড়া সুড়ঙ্গের ভেতর থেকে আরও ছয় হাজার পাউন্ড গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও পাঁচজনকে আটক করা হয়।এর আগে চলতি মাসের শুরুর দিকে মাদক চোরাচালানের জন্য ব্যবহূত একটি সুড়ঙ্গের খোঁজ পায় নিরাপত্তাবাহিনী। এই সুড়ঙ্গের ৬৫০ ফুট দক্ষিণে নতুন সুড়ঙ্গটির সন্ধান পাওয়া যায়।

No comments

Powered by Blogger.