ড্রয়ের পথে ব্রিসবেন টেস্ট

আগের দিন মাইক হাসি ও ব্রাড হাডিনের ব্যাট বিপাকে ফেলে দিয়েছিল ইংল্যান্ডকে। তবে হাসি-হাডিনের চ্যালেঞ্জের জবাব দিয়ে ইংল্যান্ডকে খেলায় ফিরিয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক। এ দুজনের সেঞ্চুরিতে চতুর্থ দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ এক উইকেটে ৩০৯ রান। প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হওয়া ইংল্যান্ড এখন পর্যন্ত ৮৮ রানে এগিয়ে ৮৮ রানে। হাতে রয়েছে আরও নয়টি উইকেট। প্রথম ইনিংসে ৪৮১ রান করা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস বাকি রয়েছে বলে কাল শেষ দিনে ড্র দিয়েই সমাপ্তি হতে যাচ্ছে অ্যাশেজের প্রথম লড়াই।
উদ্বোধনী জুটিতে স্ট্রাউস ও কুক ইংল্যান্ডকে এনে দিয়েছেন ১৮৮ রান। ব্যক্তিগত ১১০ রানে মার্কাস নর্থের শিকার স্ট্রাউস। শুধু নর্থের নয়, চতুর্থ দিনে পুরো অস্ট্রেলিয়া দলের প্রাপ্তি বলতে এই একটি উইকেট। দীর্ঘক্ষণের সঙ্গী স্ট্রাউস চলে গেলেও আগের মতোই ব্যাটিং চালিয়ে যাচ্ছেন অ্যালিস্টার কুক। আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের একটু আগে দিনের খেলা শেষ হওয়ার সময় এই ব্যাটসম্যান অপরাজিত ছিলেন ১৩২ রানে। সঙ্গে ৫৪ রানে অপরাজিত ছিলেন জোনাথন ট্রট।

No comments

Powered by Blogger.