যুক্তরাজ্যে ব্যাপক তুষারপাত জীবনযাত্রা ব্যাহত

তুষারে ঢেকে গেছে বাকিংহামশায়ার
ব্যাপক তুষারপাতে যুক্তরাজ্যে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গত ১৭ বছরের মধ্যে দেশটিতে মৌসুমের অনেক আগেই এত বেশি তুষার পড়েনি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই সপ্তাহে আরও বেশি তুষার পড়তে পারে।
তুষারপাতের কারণে গত শুক্রবার অনেক স্থানে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়। বিমানের ফ্লাইটগুলোও ঠিকমতো চলাচল করতে পারেনি। আজ রোববার সাপ্তাহিক ছুটির দিনের অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
শুক্রবার রাতে যুক্তরাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পশ্চিম ওয়েলসের ট্রাসকোয়েডে (মাইনাস ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস)। এ ছাড়া হাইল্যান্ডেসের ডানহুইনিতে মাইনাস ৮ দশমিক ২ ও বাকিংহামশায়ারের চেশ্যামে মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল।আবহাওয়ার সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সপ্তাহে স্কটল্যান্ডের অংশবিশেষ এবং উত্তর-পূর্ব ইংল্যান্ডে প্রায় ১৫ সেন্টিমিটার এবং মিডল্যান্ড এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২ থেকে ৮ সেন্টিমিটার তুষার পড়তে পারে। এ ছাড়া উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসেও ব্যাপক তুষারপাত হতে পারে।

No comments

Powered by Blogger.