নিহতদের শেষবিদায় জানালেন স্বজনেরা

নিউজিল্যান্ডের পাইক রিভার খনিতে বিস্ফোরণে নিহত ২৯ শ্রমিককে শেষবিদায় জানিয়েছেন তাঁদের স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। এ উপলক্ষে গতকাল শনিবার খনি এলাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট খনি কোম্পানি এর আয়োজন করে।সাউথ আইল্যান্ডের গ্রেমাউথ এলাকার পাইক রিভার কয়লাখনিতে ১৯ নভেম্বর বিস্ফোরণ ঘটে। এতে অন্য শ্রমিকেরা বেরিয়ে আসতে পারলেও ওই ২৯ শ্রমিক নিখোঁজ হন। তাঁদের অবস্থানও শনাক্ত করা সম্ভব হয়নি। গত বুধবার খনির ভেতরে দ্বিতীয় দফা বিস্ফোরণ ঘটে। এরপর নিখোঁজ হওয়া শ্রমিকেরা নিহত হয়েছেন বলে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়। নিহত শ্রমিকদের মধ্যে ২৪ জন নিউজিল্যান্ডের, দুজন অস্ট্রেলিয়ার, দুজন যুক্তরাজ্যের ও একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক।খনি বিস্ফোরণের আট দিন পর গতকাল গ্রেমাউথ শহর থেকে কয়েকটি বাসে করে নিহত শ্রমিকদের অন্তত ৫০০ স্বজন ও বন্ধুকে খনি এলাকায় নিয়ে যাওয়া হয়। প্রিয়জনকে শেষবিদায় জানাতে স্বজনেরা অনেকেই ছবি ও ফুল নিয়ে যান। স্বজনদের খনির মূল ফটকের কাছে যেতে দেওয়া হয়নি। তবে সেখানে একটি দেয়ালের মধ্যে নিহত শ্রমিকদের নাম লিখে রাখা হয়েছে। তা সবাইকে দেখানো হয়। পরে সবাইকে গ্রেমাউথের একটি গির্জায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষ প্রার্থনা করা হয়।নিহত শ্রমিক জেনের বাবা লরি ড্রেউ গিয়েছিলেন ছেলেকে শেষবিদায় জানাতে। তিনি বলেন, ‘জেনের মা ও ভাইয়েরাও এসেছেন। এখানে ভাইয়েরা জেনের প্রতি তাদের টান বুঝতে পারবে।’ জেনের মা লিজা ভেরোভেন বলেন, ‘ছেলেকে শেষবিদায় জানাতে পারছি। এখন এটাই সান্ত্বনা।’

No comments

Powered by Blogger.