সৌদি আরবে আট মাসে গ্রেপ্তার ১৪৯

আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সৌদি আরবে গত আট মাসে ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২৪ জন সৌদি আরবের এবং বাকি ২৫ জন আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যানসোর তুর্কি গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তুর্কি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিল। ওই সব সংগঠন আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট। ইয়েমেন, সোমালিয়া ও আফগানিস্তানের আল-কায়েদার সঙ্গে সংগঠনগুলোর যোগাযোগ রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছে থাকা ২২ লাখ ৪০ হাজার রিয়্যাল বাজেয়াপ্ত করা হয়েছে।তুর্কি আরও জানান, জঙ্গিরা সৌদি আরবে হজ পালনের সময় হাজিদের কাছে তাদের ভাবাদর্শ প্রচার করে অর্থ সংগ্রহের চেষ্টা করত। তারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার পরিকল্পনা করছিল। তবে তেল স্থাপনাগুলো এ পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল কি না সে সম্পর্কে তিনি কিছুই বলেননি। গত শুক্রবার একটি টিভি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, সরকার জঙ্গিদের তেল স্থাপনাগুলোতে হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।

No comments

Powered by Blogger.