হাইতিতে কলেরায় মৃতের সংখ্যা ৬৪৩

ক্যারিবীয় দেশ হাইতিতে মহামারি আকারে ছড়িয়ে পড়া কলেরায় মৃতের সংখ্যা ৬৪৩ জনে পৌঁছেছে। এ ভয়াবহ ব্যাধি ক্রমে ছড়িয়ে পড়ছে দেশজুড়ে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, কলেরায় অসুস্থ হয়ে হাইতির বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত নয় হাজার ৯৭১ জন ভর্তি হয়েছে। ১৯ অক্টোবর থেকে হাসপাতালে কলেরার রোগী নিবন্ধন শুরু হয়।
ওউয়েস্ট প্রদেশে কলেরায় ৪২ জনের মৃত্যু হয় বলে কর্মকর্তারা জানান। এই প্রদেশে রাজধানী পোর্ট-অ-প্রিন্স অবস্থিত। রাজধানীর উত্তরাঞ্চলীয় সিটে সলিল বস্তিতে একজনের মৃত্যু হয়েছে। আর্টিবোনাইট প্রদেশে এ পর্যন্ত ৪৫০ জনের মৃত্যু হয়েছে। কলেরায় আক্রান্ত হয়ে ওই প্রদেশে কমপক্ষে সাত হাজার ৩৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
নর্ড প্রদেশে কলেরায় এ পর্যন্ত ৫৯ জন মারা গেছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৬০০ জন।
দেশটির সেন্টার প্রদেশে এ পর্যন্ত ৪৮ জন মারা গেছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৭২১ জন। এ ছাড়া আরও কয়েকটি স্থানে ৪৩ জন মারা গেছে।

No comments

Powered by Blogger.