পশ্চিমবঙ্গে সিপিএমের ৪৪ নেতা-কর্মীর যাবজ্জীবন

পশ্চিমবঙ্গের শাসক জোট বামফ্রন্টের প্রধান শরিক সিপিএমের ৪৪ জন নেতা-কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের ১১ জন সমর্থককে হত্যার দায়ে আসামিদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়।
বীরভূমের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ কোনার গতকাল বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। রায়ে ২৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলা চলাকালে পাঁচজন আসামি মারা যান।
২০০০ সালের ২৭ জুলাই বীরভূমের নানুর থানার সূঁচপুর গ্রামে তৃণমূলের সমর্থক ১১ জন খেতমজুরকে কুপিয়ে হত্যা করেন সিপিএমের স্থানীয় নেতা-কর্মীরা। এ ঘটনায় নানুর থানায় সিপিএমের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। ২০০১ সালে আসামিদের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয়।

No comments

Powered by Blogger.