ইয়াসির আরাফাতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের নেতা ইয়াসির আরাফাতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে। এ উপলক্ষে রামাল্লায় গতকাল হাজার হাজার ফিলিস্তিনি ইয়াসির আরাফাতের সমাধিসৌধে জড়ো হয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
সমাধিসৌধে আসা নারী-পুরুষদের ফিলিস্তিনের জাতীয় পতাকা এবং আরাফাতের প্রতিষ্ঠিত ফাতাহ পার্টির হলুদ রংয়ের দলীয় পতাকা নাড়তে দেখা যায়। এ সময় সৌধের আশপাশের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। ইয়াসির আরাফাতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিস্থলের পাশে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভাষণ দেন।
এ ছাড়া জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের সাবেক প্রতিনিধি নাসের আল কিদওয়াসহ বহু গুরুত্বপূর্ণ নেতা সেখানে উপস্থিত ছিলেন। নাসের আল কিদওয়া তাঁর ভাষণে ইসরায়েল আরাফাতকে হত্যা করেছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ইয়াসির আরাফাতের ‘গুপ্তহত্যার’ আলামতের সর্বশেষ অংশ জোগাড় করতে ফিলিস্তিনিরা প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। কয়েক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আরাফাত ফ্রান্সের একটি হাসপাতালে মারা যান। ওই হাসপাতালটি শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ প্রকাশ না করায় তাঁর মৃত্যু নিয়ে নানা ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়।

No comments

Powered by Blogger.