করাচিতে সিআইডি ভবনে জঙ্গি হামলা, নিহত ২০

পাকিস্তানের করাচিতে সেন্ট্রাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ভবনে তালেবান জঙ্গিদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছে। ভবনটি সিন্ধুর মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে অবস্থিত। এলাকাটি স্পর্শকাতর হিসেবে পরিচিত। হামলার কয়েক মিনিটের মধ্যেই পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন তাহরিক-ই-তালেবান এর দায় স্বীকার করে। শক্তিশালী বিস্ফোরণে গোটা ভবন মাটিতে মিশে গেছে। পুলিশ জানায়, সিআইডি ভবনে জঙ্গিরা হামলা চালালে জঙ্গিদের সঙ্গে তাদের ব্যাপক গুলি বিনিময় হয়। এর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরকবোঝাই একটি ট্রাক সিআইডি ভবনের সীমানা দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের পর জায়গাটিতে তিন ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। অনেককে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। শহরটির কয়েক মাইল দূর থেকেও ওই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সরকারি এক মুখপাত্র শর্মিলা ফারুক জানান, মেয়েদের মধ্যে অন্তত পাঁচজন পুলিশ রয়েছে।
এদিকে পাকিস্তানে পবিত্র ঈদুল আজহার সময় সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) মসজিদ ও মাজারে হামলার পরিকল্পনা করেছে। বিশেষ করে তারা প্রত্যন্ত ও পল্লি এলাকায় এ হামলার পরিকল্পনা করেছে।

No comments

Powered by Blogger.