নেপালে প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগ ফের ব্যর্থ

নেপালের সাংবিধানিক পরিষদ আবারও প্রধানমন্ত্রী নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। গতকাল রোববার দেশটিতে প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগ ১২তম বারের মতো ব্যর্থ হয়। স্থায়ী কোনো সরকার ছাড়াই ১০০ দিনেরও বেশি সময় ধরে চলছে হিমালয়ের পাদদেশের এ দেশটি। আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী নির্বাচনে আবারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সাংবিধানিক পরিষদে গতকাল প্রধানমন্ত্রী নির্বাচনে নেপালি কংগ্রেসের নেতা ও প্রধানমন্ত্রী পদের জন্য একমাত্র প্রার্থী রাম চন্দ্র পৌদেল ৮৯ ভোট পেয়েছেন। ৬০১ আসনের সাংবিধানিক পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে প্রয়োজন ৩০১ ভোট। ভোট গ্রহণের সময় অন্য দলের সদস্যরা অনুপস্থিত ছিলেন।
রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে কোনো ঐকমত্যে পৌঁছাতে না পেরে এর আগে ১১ বারের চেষ্টাতেও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারেনি।
সাবেক গেরিলা নেতা পুষ্প কমল দহল প্রচন্ডের মাওবাদী দলের জাতীয় ঐকমত্যের সরকারের দাবির মুখে গত ৩০ জুন পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল।
এর পর থেকে দেশটিতে স্থায়ী কোনো সরকার নেই। মাধব কুমার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

No comments

Powered by Blogger.