আরও তিন রাজবন্দীকে মুক্তি দেবে কিউবা

আরও তিন রাজনৈতিক কারাবন্দীকে শিগগিরই মুক্তি দিতে যাচ্ছে কিউবার সরকার। গত শনিবার হাভানার একটি রোমান ক্যাথলিক চার্চ এ ঘোষণা দেয়।
গত ১৯ মে বিশপ জেইম ওর্তেগা ও প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর মধ্যকার আলোচনার পর ২০০৩ সালে গ্রেপ্তার হওয়া ৭৫ জন ভিন্নমতাবলম্বী ব্যক্তির মধ্যে ৫২ জন রাজনৈতিক কারাবন্দীকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে কিউবার সরকার। এ ঘোষণার মাধ্যমে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের তালিকায় আরও তিনজন যোগ হলো।
এ সিদ্ধান্তের ফলে কিউবার সরকার সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ৩৬ জনকে মুক্তি দিয়ে সপরিবারে স্পেনে পাঠিয়ে দেওয়া হয়।

No comments

Powered by Blogger.