আজ ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার, সাধারণ সূচক বেড়েছে ১০৩.৮৯ পয়েন্ট

গতকাল রোববারের দরপতনের পর আজ সোমবার আবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকার শেয়ারবাজার। আজ বেলা তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ১০৩ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৩৯৬ দশমিক ৪৩ পয়েন্টে।
আজ বেলা ১১টায় লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সাধারণ সূচক ওঠানামা করে। লেনদেনের শুরুতে সাধারণ সূচক ১৯ পয়েন্ট বেড়ে যায়। দুপুর ১২টার দিকে সাধারণ সূচক বেশ কমে যায়। সোয়া ১২টার পর থেকে আবারও সাধারণ সূচকের ঊর্ধ্বগতি লক্ষ করা যায়।
এদিকে ডিএসইতে আজ মোট এক হাজার ৫৬৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮০০ কোটি টাকা কম।
আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া মোট ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো: প্রিমিয়ার ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, উত্তরা ফিন্যান্স, সামিট পাওয়ার ও স্ট্যান্ডার্ড ব্যাংক।
আজ সবচেয়ে বেশি বেড়েছে উত্তরা ফিন্যান্সের শেয়ারের দাম। এ ছাড়া বিজিআইসি, বিডি ফিন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল ও পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস দাম বেড়ে যাওয়া শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
এ ছাড়া দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো: ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স করপোরেশন, কোহিনুর কেমিক্যাল, লিব্রা ইনফিউশনস, বিএসসি ও স্টাইল ক্রাফট।
আজ ডিএসইর বাজার মূলধন ৩,২১,৫১১ কোটি টাকা।
এদিকে টানা ১৫ দিন অব্যাহতভাবে শেয়ারের দর বাড়ার পর গতকাল রোববার দেশের দুই শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটে। শেয়ারের দাম অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন হয়ে গত শনিবার ডিএসই ও সিএসইর নেতারা যৌথভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগে সতর্ক করেন বিনিয়োগকারীদের।
ডিএসই কর্মকর্তাদের সতর্কতা ও গতকাল রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিট সম্পদমূল্য (এনএভি) হিসাব করে ঋণ বিতরণের ক্ষেত্রে এসইসির নির্দেশনা বহাল রাখায় শেয়ার বাজারে এর প্রভাব পড়ে। এর জের ধরে গতকাল দুই শেয়ার বাজারে বড় ধরনের দরপতন হয়। তবে এক দিন অতিবাহিত হতে না হতেই আজ আবারও শেয়ারবাজার চাঙা হয়ে ওঠে। এতে সাধারণ বিনিয়োগকারীরা সন্তোষ প্রকাশ করেছেন।

No comments

Powered by Blogger.