রেকর্ডে লেখাল নাম দিল্লি

কমনওয়েলথ গেমসের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আসরের রেকর্ড গড়ে যাত্রা শুরু দিল্লি গেমসের। এরপর তো দিল্লি বিতর্কের ‘রেকর্ড’ই করতে বসেছিল। অবশ্য সব ঝুটঝামেলা পেছনে ফেলে এগিয়ে চলা ১৯তম আসর এরই মধ্যে কমনওয়েলথের বেশ কিছু রেকর্ড ভেঙে ফেলেছে।
কাল পর্যন্ত নতুন রেকর্ড হয়েছে ৮১টি। এক আসরে সর্বোচ্চ রেকর্ডের রেকর্ড এটিই। ২০০২ ম্যানচেস্টার গেমসে রেকর্ড হয়েছিল ৭০টি।
২০০৬ মেলবোর্ন গেমসে রেকর্ড হয়েছিল ৪১টি, ১৯৯৮ কুয়ালালামপুর গেমসে ২৭টি, ১৯৯৪ গেমসে ৪৫টি, ১৯৯০-এ ২৬টি, ১৯৮৬-তে ১৯টি, ১৯৮২-তে পাঁচটি, ১৯৭৮ ও ১৯৭৪-এ তিনটি করে এবং ১৯৭০ গেমসে রেকর্ড হয়েছিল ছয়টি।
এবার ৮১টি গেমস রেকর্ডের ৩০টিই এসেছে সাঁতার থেকে। ভারোত্তোলনে হয়েছে ১২টি নতুন রেকর্ড। সাইক্লিং ও শ্যুটিংয়ে ১১টি করে, অ্যাথলেটিকসে হয়েছে ১০টি।
স্বাগতিক ভারতের নামের পাশে লেখা হয়েছে ১১টি রেকর্ড। একা অস্ট্রেলিয়া রেকর্ড গড়েছে ২৪টি! অস্ট্রেলীয় সাঁতারুরাই জোগান দিয়েছে ১৪টি রেকর্ডের। দেশ হিসেবে ১১টি রেকর্ড গড়েছে ইংল্যান্ড, কানাডা নয়টি।

No comments

Powered by Blogger.