অস্ট্রেলীয় চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

বর্ণবাদী ই-মেইল পাঠানোর সঙ্গে জড়িত থাকায় অস্ট্রেলিয়ার চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ও অন্য ১৫ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতে এক ট্রেনযাত্রীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রসিকতা করে ওই বর্ণবাদী ই-মেইল লেখা হয়।
ই-মেইল লেখা ও পাঠানোয় জড়িত থাকায় চার পুলিশকে বরখাস্ত, একজনের পদাবনতি ও পাঁচজনকে তিন হাজার ডলার জরিমানা করা হয়। এ ছাড়া বাকি নয় পুলিশ কর্মকর্তাকে পুলিশের একটি বিশেষ প্যানেলের সামনে ১২ ও ১৫ অক্টোবর হাজির হতে হবে। এর মধ্যে ছয়জনের ব্যাপারে শুনানি হবে পরবর্তী সপ্তাহে। গত শনিবার এ পুলিশ কর্মকর্তাদের আটক করা হয়। হেরাল্ড সান-এর প্রতিবেদনে গতকাল রোববার এ কথা বলা হয়।
ওই ই-মেইলের সঙ্গে পাঠানো ভিডিও ফুটেজে দেখা গেছে, ভারতের এক ট্রেনযাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ওই ভিডিওর সঙ্গে অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া প্রদেশের পুলিশ কর্মকর্তারা রসিকতা করে একটি মন্তব্য যুক্ত করেন, তা হলো এভাবে মৃত্যুর মাধ্যমে মেলবোর্নে ভারতীয় শিক্ষার্থীদের সমস্যার সমাধান হতে পারে।

No comments

Powered by Blogger.