বোরহানুদ্দিন রাব্বানি আফগান শান্তি পর্ষদের চেয়ারম্যান

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বোরহানুদ্দিন রাব্বানিকে গতকাল রোববার তালেবানের সঙ্গে যুদ্ধ অবসানের প্রচেষ্টায় গঠিত শান্তি পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। প্রেসিডেন্টের প্রাসাদ থেকে দেওয়া এক ঘোষণায় এ কথা বলা হয়েছে। বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার জন্য ‘দ্য হাই পিস কাউন্সিল’ নামের এ পর্ষদ গঠন করা হয়েছে। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে তালেবানের পতনের পর থেকে কারজাই সরকারকে হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান জঙ্গিরা।
গত জুনে একটি জাতীয় সম্মেলনের পর ৬৮ সদস্যের এ পর্ষদ গঠিত হয়। গতকাল পর্ষদের দ্বিতীয় অধিবেশনে রাব্বানিকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। প্রেসিডেন্ট হামিদ কারজাই পর্ষদের সদস্যদের বেছে নিয়েছেন।
কারজাইয়ের প্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দ্য হাই পিস কাউন্সিলের দ্বিতীয় বৈঠকে বোরহানুদ্দিন রাব্বানিকে সর্বসম্মতভাবে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বৈঠকে প্রেসিডেন্ট কারজাইও উপস্থিত ছিলেন।
১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে যে কয়েকটি গোষ্ঠী লড়াই করেছিল, সেগুলোর একটির নেতৃত্ব দিয়েছিলেন রাব্বানি।

No comments

Powered by Blogger.