সদস্যপদ ফিরে পেলেন পাকিস্তানের ১৬ সাংসদ

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) গত মঙ্গলবার দেশটির ১৬ জন সাংসদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। এই সাংসদেরা তাঁদের সম্পদের পূর্ণাঙ্গ হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার পরপরই নির্বাচন কমিশন এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশন যে ১৬ সাংসদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে, তাঁদের মধ্যে ১০ জন পাকিস্তান পিপলস পার্টির সদস্য। এর মধ্যে দুজন মন্ত্রীও রয়েছেন। এর আগে গত সোমবার সম্পদের হিসাব বিস্তারিতভাবে দিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) দেশটির ১৪১ জন সাংসদের সদস্যপদ স্থগিত করে। একই সঙ্গে এই সাংসদেরা যত দিন তাঁদের সম্পদের হিসাব বিস্তারিতভাবে কমিশনে জমা না দেবেন, তত দিন তাঁদের সদস্যপদ স্থগিত থাকবে বলে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপনও জারি করেছে।

No comments

Powered by Blogger.