রাজশাহী দলে ফিরলেন মুশফিকুর রহিম

জাতীয় লিগে তিন মৌসুম খেলা হয়ে গেছে। এর মধ্যে শুধু প্রথম মৌসুমেই নিজের আসল বিভাগের হয়ে খেলতে পেরেছিলেন মুশফিকুর রহিম। গত দুই মৌসুম তিনি খেলেছেন সিলেট বিভাগের হয়ে। এবারের জাতীয় লিগে জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান আবারও ফিরেছেন নিজ বিভাগ রাজশাহীর দলে।
রাজশাহী দলে আছেন আরও এক উইকেটকিপার—খালেদ মাসুদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক এবারও অধিনায়ক রাজশাহীর। জাতীয় লিগের ওয়ানডের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে সহ-অধিনায়ক জহুরুল ইসলাম। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৩ অক্টোবর খুলনার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে রাজশাহী।
রাজশাহী দল: খালেদ মাসুদ (অধিনায়ক), জহুরুল ইসলাম (সহ-অধিনায়ক), জুনায়েদ সিদ্দিক, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোহাম্মদ সোহরাওয়ার্দী, দেলোয়ার হোসেন, শফিউল ইসলাম, সাকলাইন সজীব, শুভাশিস রায়, মুক্তার আলী ও ফরহাদ রেজা। কোচ: শাহনেওয়াজ শহীদ (শানু)। ম্যানেজার: শেখ মামুন।

No comments

Powered by Blogger.