আফগানিস্তানে এক-চতুর্থাংশ ভোট বাতিল

আফগানিস্তানে গত মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে পড়া ভোটের এক-চতুর্থাংশ বাতিল করেছে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। ৫৬ লাখ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। এর মধ্যে থেকে ১৩ লাখ ভোট বাতিল করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশনের (আইইসি) প্রধান ফজিল আহমদ মানাবি এ কথা জানান। তিনি বলেন, ভোট গণনায় জালিয়াতি ও অন্যান্য অনিয়মের কারণে এসব ভোট বাতিল করা হয়েছে।
আফগানিস্তানে গত ১৮ সেপ্টেম্বর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০১ সালে তালেবান শাসন পতনের পর এটা দ্বিতীয় নির্বাচন। বাতিল হওয়া ভোটগুলো মোট ভোটের ২৩ শতাংশের বেশি।
পার্লামেন্টের নিম্নকক্ষ ওলেসি জিরগার ২৪৯টি আসনের জন্য নির্বাচনে আড়াই হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আইইসি-প্রধান ফজিল আহমদ মানাবি বলেন, নির্বাচনে প্রতারণা ও জালিয়াতি করেছেন এমন ২২৪ জন প্রার্থীকে চিহ্নিত করা হয়েছে। এসব প্রার্থীর বিরুদ্ধে অভিযোগগুলোসহ আগের আরও কয়েক হাজার অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করা যাবে না।

No comments

Powered by Blogger.