ইউনুস আবার জাতীয় দলে

পাকিস্তানের ক্রিকেটে ক্ষণে ক্ষণে রং বদলানোর ধারা অটুট রইল। কদিন আগে ব্রাত্য ইউনুস খান ফিরলেন জাতীয় দলে। কাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি ইজাজ বাটের সঙ্গে বৈঠক করেছেন সাবেক অধিনায়ক। এর পরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ওয়ানডে সিরিজের দলে তাঁকে নেওয়া হয়েছে। ইউনুস এরই মধ্যে লাহোরে দলের অনুশীলনে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মহসিন খান।
গত অস্ট্রেলিয়া সফরের পর থেকে ইউনুসের সঙ্গে একরকম ‘যুদ্ধ’ শুরু হয়ে যায় পিসিবির। আদালতে মামলা-মোকদ্দমাও হয়েছে। ইউনুস কখনোই পিসিবির কাছে মাথা নত করেননি। পিসিবিও ছিল অনড়। অবশেষে টালমাটাল ইংল্যান্ড সফরের ঝড়ের পর ইউনুসকে আলোচনায় বসার আমন্ত্রণ জানান বাট। সেই বৈঠকটাই হলো গতকাল। এরই মধ্যে মোহাম্মদ ইউসুফ ইনজুরিতে পড়ায় ইউনুসকে ফেরানো জরুরি হয়ে পড়ে পাকিস্তানের জন্য। অবশ্য তাঁকে শুধু ওয়ানডে দলে রাখা হবে নাকি টেস্টেও, এটা নিয়ে একটা বিভ্রান্তিও দেখা দিয়েছে।

No comments

Powered by Blogger.