বিহারে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ আজ শুরু

ভারতের বিহার রাজ্যে আজ বৃহস্পতিবার বিধানসভার ২৪৩টি আসনে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে। ২০ নভেম্বর পর্যন্ত ছয় দফায় এই নির্বাচন চলবে। ২৪ নভেম্বর ফলাফল ঘোষণা করা হবে।
প্রথম দফায় ৪৭টি আসনে নির্বাচন হবে। প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৮০ জন প্রার্থী। এর মধ্যে ১৫০ জন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা রয়েছে।
এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে শাসকজোট বিজেপি-জনতা দলের (সংযুক্ত) অন্যতম শরিক বিজেপি। তাদের এমন প্রার্থী ৪১ জন। অপর প্রধান শরিক মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের জনতা দলে (সংযুক্ত) রয়েছেন ৩১ জন প্রার্থী। লালুপ্রসাদ যাদবের রাস্ট্রীয় জনতা দলে ২২ জন, রামবিলাশ পাশোয়ানের লোকজনশক্তি পার্টিতে ১০ জন ও কংগ্রেসে ২০ জন প্রার্থী রয়েছেন।
এসব প্রার্থীর বিরুদ্ধে রয়েছে খুন, চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতির অভিযোগ। ন্যাশনাল ইলেকশন ওয়াচ সমীক্ষা চালিয়ে এই তথ্য দিয়েছে।

No comments

Powered by Blogger.