ইরানে তিন মার্কিন পরিব্রাজকের বিচার আগামী মাসে

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক তিন মার্কিন পরিব্রাজকের বিচারকাজ আগামী ৬ নভেম্বর শুরু হচ্ছে। এই তিন পরিব্রাজকের দুজন বর্তমানে ইরানের একটি কারাগারে আটক রয়েছেন। অপর একজন গত মাসে জামিনে মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। এদিকে, গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আটক দুই পরিব্রাজককে মুক্তি দেওয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল বুধবার অভিযুক্তদের কৌঁসুলি মাসুদ শাফি জানান, ৬ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় বিচারকাজ শুরু হবে। বিচারকাজ পরিচালনা করবেন আবুল কাশেম সালাভাতি। ইতিমধ্যে তিন পরিব্রাজকের পরিবারকে বিচার শুরুর তারিখের ব্যাপারে জানানো হয়েছে।
গত বছর অবৈধভাবে ইরানে প্রবেশ ও যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে জশ ফ্যাটাল, শেন বয়ার ও সারাহ শোর্ড নামের তিন মার্কিন পরিব্রাজককে আটক করে সে দেশের নিরাপত্তা বাহিনী। এঁদের মধ্যে গত মাসে শোর্ডকে জামিনে মুক্তি দেওয়া হয়।

No comments

Powered by Blogger.