পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট লেঘারির জীবনাবসান

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি আর নেই। গতকাল বুধবার রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
লেঘারির ছেলে জামাল লেঘারি জানান, তাঁর বাবা হূদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে রাওয়ালপিন্ডির সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
ফারুক আহমেদ খান লেঘারি বর্তমান প্রধান ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে ক্ষমতায় আসা প্রেসিডেন্টের মধ্যে তিনি ছিলেন অষ্টম।
১৯৯৬ সালে পিপিপি সরকারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি সরকার ভেঙে দেন। এরপর বেনজির ভুট্টোর পরবর্তী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিরোধ দেখা দেওয়ায় প্রেসিডেন্ট পদে মেয়াদ পূর্ণ করার আগেই লেঘারি পদত্যাগ করেন।

No comments

Powered by Blogger.