এবার কোচ আসছে ক্রোয়েশিয়া থেকে?

সম্প্রতি আর্জেন্টিনা, ব্রাজিল, সার্বিয়ান কোচের পর এবার এক ক্রোয়েশিয়ান কোচের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
একজন ক্রোট এবং একজন সার্বিয়ান কোচের নাম প্রস্তাব করে বাফুফের কাছে পাঠিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কমিটি সূত্রের খবর, ক্রোট কোচের ব্যাপারেই আগ্রহটা বেশি এবং সব ঠিক থাকলে তিনিই হবেন বাংলাদেশের নতুন ফুটবল কোচ।
জানা গেছে, ক্রোট কোচ বছরে ৬৫ হাজার ডলার বেতন চেয়েছেন। বাফুফে ৫৫ হাজার ডলার পর্যন্ত রাজি হয়েছে। আর কিছু বাড়িয়ে ওই কোচকেই আনার সম্ভাবনা আছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। তবে নতুন কোচের দায়িত্ব কী হবে, তা ঠিক হয়নি। টেকনিক্যাল ডাইরেক্টর হওয়ার সম্ভাবনাই বেশি।
এদিকে নভেম্বরের এশিয়ান গেমস সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের কোচ করা হয়েছে সাইফুল বারীকে। এ মাসের ২০ তারিখ বিকেএসপিতে এক মাসের অনুশীলন শিবির শুরু হবে। বাদল রায়ের সভাপতিত্বে কাল ব্যবস্থাপনা কমিটি নিয়েছে এই সিদ্ধান্ত।

No comments

Powered by Blogger.