শেয়ারবাজারে লেনদেন ও সাধারণ সূচক দুটোই বেড়েছে

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ রোববার সাধারণ সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বেলা তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ২৬ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৬০১ পয়েন্টে। আজ মোট লেনদেন হয়েছে দুই হাজার ১৮৪ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ১৯৬ কোটি টাকা বেশি।
আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। মোট ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫০টি প্রতিষ্ঠানের, কমেছে ১০৬টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, সামিট অ্যালায়েন্স পোর্ট, বেক্সিমকো ও প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো অ্যাপেক্স স্পিনিং, ডেল্টা স্পিনার্স, সিএমসি কমল, ইউনাইটেড ইনস্যুরেন্স ও আরএন স্পিনিং মিলস।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো মডার্ন ডাইং, আলফা টোব্যাকো, মডার্ন ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ইস্টার্ন লুব্রিকেন্টস।

No comments

Powered by Blogger.