কাশ্মীরে বন্যায় মৃতের সংখ্যা ১৩২

ভারতশাসিত কাশ্মীরের লাদাখ অঞ্চলে ব্যাপক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা গতকাল শনিবার পুনরায় উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লাদাখ অঞ্চলের প্রধান শহর লেহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকাজে সহায়তায় ভারতের সেনাবাহিনীকে ডাকা হয়েছে। রাজ্য পর্যটনমন্ত্রী নাওয়াং রিজিন জরা জানান, প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ও ভূমিধসে প্রত্যন্ত অঞ্চলে ‘অপ্রত্যাশিত’ ক্ষতি হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, উদ্ধারকর্মীরা ১৩২টি লাশ উদ্ধার করেছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘আমরা কয়েক ডজন লোক নিখোঁজ হওয়ার খবর পেয়েছি।’ এ অঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে ৬০০ জন নিখোঁজ রয়েছেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা কাদামাটি সরিয়ে ধসে পড়া ঘরবাড়ির ভেতর থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাকৃতিক এ দুর্যোগে বেশকিছু বিদেশি নাগরিক বন্যার কবলে পড়েছে। তবে কতজন বিদেশি নাগরিক বন্যার কবলে পড়েছে সে ব্যাপারে বিস্তারিত বিবৃতিতে বলা হয়নি। আগস্ট মাস লাদাখে পর্যটকের মৌসুম।
পর্যটনমন্ত্রী জানান, এ পর্যন্ত কোনো পর্যটকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বন্যায় বেশকিছু বিদেশি নাগরিক লেহ-মানালি সড়কে আটকা পড়েছে এবং সেনাবাহিনী সেখানে উদ্ধারকারী দল পাঠিয়েছে।

No comments

Powered by Blogger.