চীনের প্রচারমাধ্যম অমার্জিত, অগভীর

কয়েক হাজার বছরের পুরোনো চীনা সংস্কৃতিতে পশ্চিমা সংস্কৃতির প্রভাব দিনে দিনে প্রকট হয়ে উঠছে। এই সাংস্কৃতিক আগ্রাসনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সে দেশের সংস্কৃতিমন্ত্রী চাই উ। তিনি দেশটির পুস্তক প্রকাশক, চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মার্তাদের রুচির সমালোচনা করে বলেছেন, চীনে প্রতিবছর অন্তত তিন লাখ বই প্রকাশ করা হয়। চার শতাধিক চলচ্চিত্র নির্মাণ করা হয়। কয়েক শ টেলিভিশন নাটক ও অন্যান্য অনুষ্ঠান বানানো হয়। অথচ এর কয়টা ধ্রুপদীর মর্যাদা পায়? বরং এগুলোর সিংহভাগই অমার্জিত ও অগভীর। সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বাজার অর্থনীতির কুপ্রভাবে চীনা সংস্কৃতির এই হাল হয়েছে। অথচ আজকের এই দিনে কোনো দেশের সংস্কৃতি ও অর্থনীতি একে অন্যের সহচর। একটাকে অন্যটা থেকে আলাদা করা যায় না। কোনো সরকার যদি সে দেশের অর্থনীতির উন্নয়নের আশা করে, তাহলে তাকে নিজস্ব সংস্কৃতি ও শেকড়ের সন্ধান করতেই হবে

No comments

Powered by Blogger.