বাংলাদেশ লিগে পাঁচ বিদেশি

বিদেশি ফুটবলারের কোটা নিয়ে কত কী হলো বাংলাদেশে! কখনো উন্মুক্ত, কখনো পাঁচজন, কখনো এর চেয়ে কম। স্থানীয় ফুটবলারদের স্বার্থে সংখ্যাটা বরাবরই কম রাখার পক্ষে মতামত এসেছে। সর্বশেষ বাংলাদেশ লিগে এক ম্যাচে খেলতে পেরেছেন সর্বোচ্চ তিনজন। তবে এবার বড় দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে প্রথমে চারজনকে অনুমতি দেওয়ার পর কাল সংখ্যাটা হয়ে গেল পাঁচ। পাঁচজনের একজন অবশ্যই গোলরক্ষক হওয়া চাই।
বাংলাদেশ লিগ কমিটির কালকের সভায় বিদেশি খেলোয়াড় নিয়ে এই সিদ্ধান্তের পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, প্রতি ক্লাবের অন্তত ১০-১২ জন খেলোয়াড়ের ফিটনেস টেস্ট নেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তার বদলে শুধু বিদেশি খেলোয়াড়দের ওই টেস্ট নেওয়া হবে। এ ছাড়া অবনমিত শুকতারা ও বিয়ানীবাজারের বাংলাদেশ লিগে ফেরার আবেদন বিবেচনা করা হবে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করে।

No comments

Powered by Blogger.