প্যারাগুয়ের প্রেসিডেন্ট ফার্নান্দো লুগো ক্যান্সারে আক্রান্ত

প্যারাগুয়ের প্রেসিডেন্ট ফার্নান্দো লুগো দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ায় দ্রুত চিকিৎসা দেওয়ার মাধ্যমে তাঁকে সারিয়ে তোলা সম্ভব বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
সাবেক রোমান ক্যাথলিক বিশপ লুগোর চিকিৎসকেরা এ সপ্তাহে তাঁর বায়োপসি পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, লুগো নন-হজকিনস লিমফোমায় ভুগছেন।
স্বাস্থ্যমন্ত্রী এসপারানজা মার্টিনেজ গত শুক্রবার জানান, ক্যান্সার হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট লুগো (৫৯) তাঁর দাপ্তরিক কাজ চালিয়ে যেতে পারবেন। তবে পাশাপাশি তাঁকে চিকিৎসা দেওয়া হবে।
ফার্নান্দো লুগো তিন বছর আগে বিশপের দায়িত্ব থেকে অবসর নেন। বলিভিয়া ও ব্রাজিল সীমান্তের কাছে প্যারাগুয়ের উত্তরাঞ্চলে একটি ছোট সশস্ত্র গোষ্ঠীর হাতে অব্যাহত খুন ও অপহরণের ঘটনায় কয়েক মাস ধরে ব্যাপক চাপের মুখে রয়েছেন প্রেসিডেন্ট লুগো। আগামী ২০১৩ সালে প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

No comments

Powered by Blogger.