তালেবানের সঙ্গে আলোচনা চান জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তালেবানের সঙ্গে সমঝোতা আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক শেষে জারদারি এই আগ্রহের কথা জানান। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না—পাকিস্তান সম্পর্কে ব্রিটেনের এমন ধারণার অবসান ঘটানোর চেষ্টায় এই বৈঠক।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে তালেবান হামলা বেড়ে গেছে।
জারদারি বলেন, ‘আমরা সংলাপ বন্ধ করিনি। আমাদের মধ্যে একটি চুক্তি ছিল, যা ওরা (তালেবান) ভঙ্গ করেছে।’
গত বছর সোয়াত উপত্যকার কর্তৃত্ব দিয়ে তালেবান জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের একটি চুক্তি হয়েছিল। কিন্তু তারা পাকিস্তানের অন্য অঞ্চলে চলে যাওয়ায় চুক্তিটি ব্যর্থতায় পর্যবসিত হয়।
তালেবানের সঙ্গে সমঝোতা করতে জারদারির এই মন্তব্যে পাকিস্তানের পশ্চিমা মিত্ররা বিস্মিত হতে পারে। কারণ, তারা চায় পাকিস্তান তালেবানের সঙ্গে আলোচনা না করে বরং তাদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হোক।
রাজনৈতিক বিশ্লেষক পিজে মীর আল-জাজিরাকে বলেন, ‘আমি মনে করি, আলোচনার এই উদ্যোগ ব্যাপক সমালোচনার মুখে পড়বে। যেখানে দেশটির ভেতরে ও সীমান্ত এলাকায় প্রতিদিন লাশ পড়ছে, সেখানে তালেবানের সঙ্গে এত আলোচনার কিছু নেই। এতে তারা নতুন করে সংগঠিত হওয়ার সময় পাবে।’

No comments

Powered by Blogger.