গুয়ানতানামোর বন্দী ওমরের বিচারপ্রক্রিয়ায় বিলম্ব হবে না

মার্কিন সুপ্রিম কোর্ট গুয়ানতানামো বে কারাগারে আটক কানাডার নাগরিক ওমর খাদরের বিচারে বিলম্ব করবেন না। ওমরের সামরিক আইনজীবী লে. কর্নেল জন জ্যাকসন কিউবায় মার্কিন সেনা ঘাঁটিতে সামরিক আদালত গঠনের সাংবিধানিক দিক চ্যালেঞ্জ করে বিচার-প্রক্রিয়া এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট গত শুক্রবার ওই আবেদন প্রত্যাখ্যান করেন।
বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে এক লাইনের এক জবাবে আদালত জানান, আবেদনপত্রটি প্রধান বিচারপতির মাধ্যমে উপস্থাপন করা হলে আদালত তা নাকচ করে দিয়েছেন।
গত বুধবার যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত ওমরের বিরুদ্ধে রুল জারি করে বলেন, তিনি দোষী সাব্যস্ত হলে সামরিক কমিশন পদ্ধতির সাংবিধানিক দিক নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন।
২০০২ সালের জুলাইয়ে আফগানিস্তানের কান্দাহার থেকে ওমর খাদরকে গ্রেপ্তার করে মার্কিন বাহিনী। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। খোশত শহরে গ্রেনেড হামলা চালিয়ে এক মার্কিন সেনাকে হত্যার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

No comments

Powered by Blogger.