পাকিস্তানে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

পাকিস্তান গতকাল শনিবার দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র দুটি পরমাণু ও প্রচলিত ওয়্যারহেড বহন করতে এবং ভারতে আঘাত হানতে সক্ষম। দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ উপলক্ষে সৈন্যদের উদ্দেশে এক ভাষণে বলেছেন, নিজেদের পরমাণু শক্তি বিশ্বের সামনে তুলে ধরার সময় এসে গেছে।
আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের প্রশিক্ষণ মহড়ার শেষ দিনে গতকাল সশস্ত্র বাহিনী ৬৫০ কিলোমিটার পাল্লার শাহীন-১ ও ২৯০ কিলোমিটার পাল্লার গজনবী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
ক্ষেপণাস্ত্র দুটির উৎক্ষেপণকালে প্রধানমন্ত্রী গিলানি উপস্থিত ছিলেন। তিনি সৈন্যদের বলেন, বিশ্ববাসীর সময় এসে গেছে পাকিস্তানকে একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার। তিনি বলেন, পাকিস্তান আইএইএর অধীনে পরমাণু জ্বালানি সরবরাহে সক্ষম। গত মাসে ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তা সম্মেলনে এই সক্ষমতার কথা জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.