এসিআই জিরো কুপন বন্ড বণ্টনের লটারি

‘এসিআই ২০% কনভার্টিবল জিরো কুপন বন্ড’ বণ্টনের লটারি সম্প্রতি ঢাকায় শেরেবাংলানগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
লটারি অনুষ্ঠানের উদ্বোধন করেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। এতে এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দ্দৌলা ও কোম্পানির সচিব সীমা আবেদ রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এসইসি, ডিএসই, সিএসই, সিডিবিএল ও আইসিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এ বন্ডের পাবলিক অফারের মোট মূল্য হচ্ছে ৪০ কোটি ছয় হাজার ৯২৪ টাকা। এর বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ২১৬ কোটি টাকার আবেদন জমা পড়ে, যা প্রস্তাবের তুলনায় ৫ দশমিক ২৯ গুণ বেশি।
এটি হচ্ছে দেশের পুঁজিবাজারে প্রথম বিক্রয় ও রূপান্তরযোগ্য জিরো কুপন বন্ড। এ বন্ড ছাড়ার মাধ্যমে এসিআই ১০০ কোটি টাকা সংগ্রহ করেছে। এর মধ্যে ৬০ শতাংশ হচ্ছে প্রাইভেট প্লেসমেন্ট ও ৪০ শতাংশ পাবলিক অফার।

No comments

Powered by Blogger.