ভারতের পাসপোর্ট সমর্পণ করলেন মকবুল ফিদা হুসেন

বিখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন তাঁর ভারতীয় পাসপোর্ট সমর্পণ করেছেন। কাতারের রাজধানী দোহায় ভারতীয় দূতাবাসে গত রোববার তিনি পাসপোর্ট সমর্পণ করেন। গতকাল সোমবার গালফ টাইমস-এর এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে। পিটিআই।
ভারতের পিকাসো বলে পরিচিত মকবুল ফিদা হুসেন সম্প্রতি কাতারের নাগরিকত্ব গ্রহণ করেছেন। চার বছর ধরে দুবাই ও লন্ডনে তিনি স্বেচ্ছা-নির্বাসনে আছেন। হিন্দু দেব-দেবীদের নগ্ন ছবি এঁকে বিতর্কের ঝড় তোলেন ফিদা হুসেন। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। উগ্রপন্থীরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে অনেক শিল্পকর্ম ধ্বংস করে। এরপর তিনি স্বেচ্ছা-নির্বাসন নেন। সম্প্রতি ফিদা হুসেনের ছেলে ওয়েইস শাহ বলেন, ‘কাতারের দেওয়া নাগরিকত্বের প্রস্তাব বাবা গ্রহণ করেছেন। তিনি আর ভারতীয় থাকতে চান না।’
গালফ টাইমস-এর ওই প্রতিবেদনে দোহায় ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ভারতে দুই দেশের নাগরিকত্ব গ্রহণের বিষয়টি আইনসম্মত নয়। এ কারণেই ফিদা হুসেইনকে পাসপোর্ট জমা দিতে হয়েছে।
সম্প্রতি ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও চিত্রশিল্পী ফিদা হুসেনকে ‘ভারতের গর্ব’ হিসেবে উল্লেখ করেন। ভারতের স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই বলেন, ‘ফিদা হুসেনের বিরুদ্ধে এখন কোনো মামলা নেই। সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে সব মামলা বাতিল করে দিয়েছে। তিনি দেশে ফিরতে চাইলে সরকার তাঁকে নিরাপত্তা দিতে প্রস্তুত আছে।’

No comments

Powered by Blogger.