এবার পাক ক্রিকেটারদের সম্পত্তির হিসাব

পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা ম্যাচ পাতানোর অভিযোগ একেবারে উড়িয়ে দিচ্ছে না সে দেশের ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটি। ‘ডাল মে কুচ কালা হ্যায়’ জাতীয় সন্দেহ থেকে পাকিস্তানি ক্রিকেটারদের সম্পদের হিসাব নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদীয় কমিটির প্রধান জামশেদ আহমেদ দাস্তি পাকিস্তানের দ্য ডন পত্রিকাকে বলেছেন, ‘বিভিন্ন মহল থেকে ম্যাচ পাতানো নিয়ে যে কঠোর সমালোচনা হচ্ছে, আমরা তা নিয়ে খুবই উদ্বিগ্ন। পিএমএল আইনজ্ঞ সৌদ মজিদকে প্রধান করে একটি সাবকমিটিকে এই ঘটনা তদন্ত করে দেখতে বলা হয়েছে। এর পাশাপাশি সাবকমিটি খেলোয়াড়দের সম্পত্তি এবং কর প্রদানের হিসাবও নেবে।’ ওয়েবসাইট।
ওদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট নাকি সংসদীয় কমিটিকে জানিয়েছেন, ম্যাচ পাতানোয় যাঁরা জড়িত ছিলেন তাঁদের কেউ পাকিস্তানের বর্তমান দলের সদস্য নয়।

No comments

Powered by Blogger.