‘পানচেন লামার সঙ্গে আন্তর্জাতিক নেতাদের দেখা করতে দেওয়া উচিত’

পানচেন লামা পদে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার নির্বাচিত ছয় বছর বয়সী ওই বালকের সঙ্গে আন্তর্জাতিক সংস্থার নেতাদের দেখা করতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতে তিব্বতের প্রবাসী পার্লামেন্টের স্পিকার পেমপা টিসেরিং।
তিব্বতে চীন সরকারের নবনিযুক্ত গভর্নর পদ্মা চোলিং গত রোববার দেওয়া এক বিবৃতির প্রতিক্রিয়ায় টিসেরিং এ মন্তব্য করেন। গভর্নর পদ্মা চোলিং ওই বিবৃতিতে বলেন, ‘পানচেন লামা নিরাপদ ও সুস্থ আছে। সে তিব্বতেই বাস করছে।’
স্পিকার টিসেরিং বলেন, গভর্নরের বক্তব্য সঠিক হলে পানচেন লামার সঙ্গে আন্তর্জাতিক ও নিরপেক্ষ সংস্থার নেতাদের সাক্ষাত্ করতে দেওয়া হোক। তাঁরা দেখুক, পানচেন লামা কেমন আছে। টিসেরিং বলেন, ‘সে জীবিত আছে কি না, সে তথ্যও আমাদের কাছে নেই।’
আধ্যাত্মিক নেতা দালাই লামা ছয় বছর বয়সী এক বালককে পানচেন লামা পদে তাঁর উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেন। এর পরপর ওই বালককে আটক করে চীন সরকার। পরে গিয়ালটেন নোরবুকে ১১তম পানচেন লামা হিসেবে নির্বাচিত করে চীন।

No comments

Powered by Blogger.