হাড়কিপটে বোলার

৪ ওভার বোলিং করে দিয়েছেন ৬ রান! গতকাল ড্যানিয়েল ভেট্টোরির বোলিং বিশ্লেষণ দেখলে মনে হতে পারে, খেলাটা মারকাটারি টি-টোয়েন্টি নয়; টেস্ট! রান দেওয়ায় চরম কিপটেমির পরিচয় দিয়ে রেকর্ড করে ফেলেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। টি-টোয়েন্টিতে পুরো ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড এটাই। রেকর্ডটা ভেট্টোরির একার অবশ্য নয়। চার ওভারের কোটা পূরণ করে মাত্র ৬ রান দেওয়ার দৃষ্টান্ত আরও আছে। মজার ব্যাপার হলো, ওই তিনটি দৃষ্টান্ত জিম্বাবুয়ের বোলারদের—প্রসপার উতসেয়া, ক্রিস্টোফার পোফু আর রেমন্ড প্রাইস। ২০০৮ সালের ১২ অক্টোবর উতসেয়া পাকিস্তানের বিপক্ষে ৬ রান দেন। পরদিনই কানাডার বিপক্ষে পোফু আর প্রাইস গড়েন এই কীর্তি। উমর গুলও ৬ রান দিয়েছেন একবার, কিন্তু করেছেন ৩ ওভার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে গুলের ৬ রানে ৫ উইকেট সেরা বোলিংয়ের রেকর্ড।

No comments

Powered by Blogger.