শীতে মিরসরাইয়ে পানচাষিরা বিপাকে

ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতের কারণে বরজের পান ঝরে যাওয়ায় মিরসরাই উপজেলার পানচাষিরা এবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবার প্রায় ২০ একর জমিতে পান চাষ হয়েছে। পান চাষের সঙ্গে জড়িত রয়েছে উপজেলার প্রায় ৫০০ পরিবার। উপজেলার পান ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ বরজে পানের লতা মরে শুকিয়ে যাওয়ায় পানপাতাও ঝরে পড়ছে। এ কারণে পানচাষিরা প্রতি বিড়া পান মাত্র ১৫-২০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যা কিছুদিন আগেও ছিল ৪০ থেকে ৮০ টাকা।
উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পানচাষি অরুণ দে জানান, এবার ঘন কুয়াশা ও শীতের কারণে পান চাষ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
মিরসরাইয়ের ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের পানচাষি কমল দে জানান, একদিকে বরজ (পানখেত) সরঞ্জামের উচ্চমূল্য, অন্যদিকে শীতের কারণে পান ঝরে যাচ্ছে, ফলে বড় ধরনের লোকসান গুনতে হবে এবার।

No comments

Powered by Blogger.