নির্যাতনের অভিযোগ করলেন পাকিস্তানে আটক পাঁচ মার্কিন নাগরিক

ইন্টারনেটে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ এবং পরে তাদের সঙ্গে যোগ দিয়ে হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানে আটক পাঁচ মার্কিন মঙ্গলবার পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ করেছেন।
পাকিস্তানের আদালতে তাঁরা এ অভিযোগের পাশাপাশি তাঁদের মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।
তাঁদের আইনজীবী তারিক আসাদ সাংবাদিকদের বলেন, তাঁরা এ-ও বলেছেন যে তাঁদের বৈদ্যুতিক শক দেওয়া হচ্ছে।
গত ডিসেম্বরে গ্রেপ্তার হওয়া এই মার্কিনদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ গঠন করা হয়নি। তবে নিজেদের নির্দোষ দাবি করে তাঁরা জানান, তাঁরা শুধু তাঁদের মুসলিম ভাইয়ের জন্য চিকিত্সা এবং আর্থিক সহযোগিতার হাত বাড়াতে চেয়েছিলেন।
পুলিশ ভ্যানে করে তাঁদের আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁরা টিস্যু পেপারে লেখা একটি চিঠি সাংবাদিকদের উদ্দেশে ছুড়ে মারেন। সেখানে তাঁরা লেখেন, গ্রেপ্তারের পর থেকেই যুক্তরাষ্ট্র, এফবিআই ও পাকিস্তানের পুলিশ তাঁদের ওপর নির্যাতন চালাচ্ছে।
তাঁরা আরও লেখেন, ‘তারা আমাদের অপরাধী বানানোর চেষ্টা করছে। আমরা নিরপরাধ। তারা আমাদের জনগণ, প্রচারমাধ্যম, আমাদের পরিবার ও আইনজীবীর কাছ থেকেও দূরে রাখার চেষ্টা করে যাচ্ছে। আমাদের বাঁচান।’
এ পাঁচ মার্কিনকে রাজধানী ইসলামাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরের শহর সারগোধা থেকে গ্রেপ্তার করা হয়। অপরাধ প্রমাণিত হলে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

No comments

Powered by Blogger.